ইয়া রাসুল সাল্লেআলা
মারহাবা ইয়া মারহাবা
ইয়া নাবী কামলিওয়ালা
মারহাবা ইয়া মারহাবা
রাহমাতুল্লিল আলামীন তুমি
জানালেন আল্লাহ তালা
মারহাবা ইয়া মারহাবা…
তুমি যে হাবিবে খোদা
রাসুলে মাকবুল
দ্বীন দুনিয়ার পথ দেখালে
মদিনার বুলবুল।
মরু সাহারার ধূসর বুকে
তুমি রঙিন গুলে লালা।
অন্ধকারের আলোক শিখা
রাসুল মোহাম্মাদ
কুল আলমের বন্ধু তিনি
সবার প্রেমাস্পদ
সেই ফুলেরী খুশবু নিতে
গেঁথে নে সে ফুলের মালা।
অমানিশার বুকে হানলে
হেরার আলোর বান
হানাহানির বিশ্বে গাইলে
ভালোবাসার গান।
রোজ হাশরের কঠিন দিনে
তুমি যে কাওছার ওয়ালা।