কি দারুণ গাছের ডালে
ডাকছে কোকিল কুহু কুহু
দোয়েলের মিষ্টি সুরে
মন ছুঁয়ে যায় মুহু মুহু
রূপেরী বাহার দেখো
অঙ্গে মাখো সবুজ শাড়ী সবুজ শাড়ী
এসোরে এসোরে এসোরে
এসোরে সবুজ গাঁয়ে
আমার মায়ের সুখের বাড়ী
আরে আরে গ্রামের বাড়ী যাই
কৃষাণ কৃষাণী দেখো
বাউলা সুরে গায়
এযেন কৃষ্ণচূড়ার ডালে ডালে
লালের সারী
হলুদী ময়না টিয়া মনের হিয়া
নিচ্ছে কাড়ী
রূপেতে হারিয়ে যাই
তৃপ্তি যে পাই বলছি তারী (ঐ)
চলোরে আমার গাঁয়ে যাই
সোনার দেশে যাই
সুখের বাড়ী আমার গাঁয়ে
সুরে সুরে গাই
এযেন মন মাতানো রূপের বাহার
নয়ন জোড়ে
সবুজের অবুঝ গ্রামে রঙিন প্রহর
সুখের তোড়ে
চোখেতে যাই দেখে যাই
কাব্য সাজাই এ পথ মাড়ী (ঐ)