জীবন নামের স্বপ্নের এই খেলাঘর
ধূ-ধূ মরুভূমি ছাড়া আর কিছু নয়
আপন আপন বলি যারে
পর হবে ক’দিন পরে
এই দুনিয়া শুধু মিছে মায়াময়।
পৃথিবীর কাছে আমি পেয়েছি কত প্রেম প্রীতি
ক্ষণিকের ভুলে আজ শুধুই স্মৃতি
তবু এ হৃদয় তারে কাছে পেতে চায়
ছোঁয়া দিয়ে চলে যায় কাঁদিয়ে আমায়।
ক্ষণিকের ভালো লাগা তারপর কত ভালোবাসা
আজ আছে কাল আর নাই
নেশার স¦পন সুখে সুখ খুঁজে কী হবে
মোহ কেটে গেলে তার হবে মরুময়।