আমাদের এই কাফেলা
আমাদের এই কাফেলা
বাধার পাহাড় ডিঙিয়ে
রক্ত সাগর পেরিয়ে
রুখবে কে আর এই পথচলা।
আমরা এসেছি রক্তভেজা পথ
মরুময় প্রান্তর পেরিয়ে।
দূর্গম গীরিপথ সাগর বনানী
উদ্ধত সঙ্গীন মাড়িয়ে।
রক্ত আখরে লেখা এই নাম
হৃদয় পাতায় আঁকা এই নাম
মুছবে কি আর এই স্মৃতির মালা।।
আমরা এসেছি সোনালী দিনের
মধুময় স্বপ্ন দেখাতে।
বিধবা মায়ের দুখিনী বোনের
কান্নার অশ্রু থামাতে।
আমাদের নেই কোন পরাজয়
রক্ত চোখের নেই কোন ভয়
থামবে নাকো এই পথচলা।।