লক্ষ্য উদ্দেশ্য

আস্সালামু আলাইকুম

প্রিয় সাংস্কৃতিপ্রেমী অনুরাগীগণ,
আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। আমাদের দেশের কৃষ্টি ও ঐতিহ্যে ইসলামের সুমহান সংস্কৃতির অপূর্ব সৌন্দর্য প্রকাশ পায়। বিভিন্ন উপাদানের সমন্বয়ে আমাদের ইসলামী সংস্কৃতি গড়ে উঠেছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সংগীত।

সুস্থ ধারার সংস্কৃতি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের গীতিকার, সুরকার এবং সংগীতশিল্পীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে, দুঃখজনক হলেও সত্যি যে, আমরা যারা সংগীত পরিবেশনের সঙ্গে জড়িত (শিল্পী), বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় প্রস্তুতিমূলক বা অপ্রস্তুত অবস্থায় গান পরিবেশন করতে হয়। এর ফলে গান পরিবেশনের সময় লিরিক ভুল হওয়ার মতো অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়, যা দর্শকদের মনে শিল্পীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে।

এই সমস্যাগুলোর কার্যকর সমাধানে এবং আমাদের সুস্থ ধারার সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করার লক্ষ্যে ‘LyricHub’ ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে।

জানতে পেরে আপনি আনন্দিত হবেন, এখানে হামদ, নাত, ইসলামী সংগীতসহ সকল ক্যাটাগরির সংগীতের লিরিক অনায়াসে পাওয়া যাবে। এছাড়া, ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করার সুবিধাও রয়েছে। পুরো গান মনে না থাকলেও নির্দিষ্ট কোনো লাইন লিখে সার্চ করে কাঙ্ক্ষিত লিরিক খুঁজে পাওয়া যাবে। এর বাইরে সবচেয়ে বড় ফিচার হলো, আপনি চাইলে এখানে রেজিস্ট্রেশন করে আপনার পছন্দের লিরিক আপলোড করতে পারবেন।

আশা করছি, আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সুস্থ ধারার সাংস্কৃতিক পথচলাকে কিছুটা হলেও তরান্বিত করবে।

সত্ত্বাধিকারী এবং ডেভেলপার

মোঃ বোরহান উদ্দীন

ওয়েব ডেভেলপার
স্বাবেক সহকারী পরিচালক
পানজেরী শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম।