চট্টগ্রাম
অভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান
দইজ্জার কূলত বসত গরি আঁরা
সিনাদি ঠেগায় ঝড়-তোয়ান ।
পাহাড় পর্বত সাইগর নদী পরানত দেয় দোলা
মিন্নত গরি ফসল ফলাই আঁরা ভরাই সোনার গোলা
মাইনষর মুখত হাসি ফুড়াই গলাত তুলি গান ।
আরবি পর্তুগিজ ওলন্দাজ ফরাসী মগ ইংরাজ
হত রইম্মা লেহি গেইয়ে তারা আঁরার ইতিহাস
বার আউলিয়ার আবাসভূমি আঁরার চট্টগ্রাম।
বাংলাদেশর যত হবি শিল্পী গায়ক আছে
শুভেচ্ছা জানাই আঁরা অক্কল গুনর হাছে
চাঁড়ি গাঁইয়া হতার সুরে গান ফুনাই গেলাম ।