আকসা! তোমার নামের প্রতিটি বর্ণ—
যেন—ফেরদাউসের লাল ইয়াকুত–স্বর্ণ।
বুকের জমিনে খোদাই করেছি তাই
অনুভব জুড়ে সুশোভিত রোশনাই।
…
আমার প্রথম সিজদা তোমার বুকে
স্মৃতির পাতায় রেখেছি যতনে টুকে।
ও আমার—প্রথম কিবলা!
তোমার বিরহে অবিরাম পুড়ে যাই।
…
আকসা! তোমার গম্বুজে থামে দৃষ্টি—
চারপাশে ঝরে বারাকার মধু–বৃষ্টি।
নবী–রাসূলের হীরকভূমিতে বাস
দেয়ালে দেয়ালে অমলিন ইতিহাস।
…
তোমার হৃদয়ে মিরাজের রাত আঁকা
একটু দূরেই বোরাক দাঁড়িয়ে থাকা।
ও আমার—প্রথম কিবলা!
রক্তের দামে আবার তোমাকে চাই।