আকাশের ঐ নীল উদাসী হাওয়া
মাতাল করেছে এই মন
তোমার ছোঁয়ায় শাপলা কুঁড়ি
রঙিন করেছে এ জীবন।
রুপালি নদীর ঘাট পেরিয়ে
সোনালি ধানের মাঠ পেরিয়ে
শিল্পীত সবুজের গাঁ
মমতা জড়ানো মা
সুবাসিত মনকাড়া না দেখা বাতাস
যায় না ভোলা সেই ক্ষণ ।
সৃষ্টির কারুকাজ শিল্পের রূপ
অবাক মনটা আমার বিস্ময়ে চুপ।
সুন্দর সৃষ্টির শিল্পী কেমন
দেখতে উতলা আজ আমার এই মন
হাশরের সেই ক্ষণে
দেখা দেয়া প্রিয় জনে
জানি না গো প্রভু আমি পাব কিনা ঠাঁই
ব্যাকুল অবুঝ তাই মন ।