গানের স্বরলিপি

আকাশের ঐ নীল উদাসী হাওয়া
গীতিকার: মাহফুজুর রহমান আখন্দ
সুরকার: জাহাঙ্গীর আলম

আকাশের ঐ নীল উদাসী হাওয়া
মাতাল করেছে এই মন
তোমার ছোঁয়ায় শাপলা কুঁড়ি
রঙিন করেছে এ জীবন।

রুপালি নদীর ঘাট পেরিয়ে
সোনালি ধানের মাঠ পেরিয়ে
শিল্পীত সবুজের গাঁ
মমতা জড়ানো মা
সুবাসিত মনকাড়া না দেখা বাতাস
যায় না ভোলা সেই ক্ষণ ।

সৃষ্টির কারুকাজ শিল্পের রূপ
অবাক মনটা আমার বিস্ময়ে চুপ।

সুন্দর সৃষ্টির শিল্পী কেমন
দেখতে উতলা আজ আমার এই মন
হাশরের সেই ক্ষণে
দেখা দেয়া প্রিয় জনে
জানি না গো প্রভু আমি পাব কিনা ঠাঁই
ব্যাকুল অবুঝ তাই মন ।

0 Likes |

100 views |

0 Likes |

100 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

প্রভু শুকরিয়া জানাই
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ হামদ
গানের কথায় ওগো তুমি রবে
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
মাওলা তোমার নামের ধ্বনি
গীতিকারঃ এইচ রহমান
সুরকারঃ দিদারুল ইসলাম
ক্যাটাগরিঃ হামদ
তুমি কত সুন্দর কী করে বোঝাই
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ হামদ
আয় মেরে মালিক
গীতিকারঃ আবদুল ওয়াদুদ
সুরকারঃ আবদুল ওয়াদুদ
ক্যাটাগরিঃ কাওয়ালী, হামদ
তুমি আসমানে থাকো প্রভু
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
আল্লাহ তোমার দয়া কত
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ হামদ
সাগরের ঢেউয়ের দোলাতে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ জুলকারনাইন বাহলুল
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত, হামদ
তোমার মহান নামে খুঁজি
গীতিকারঃ তাফাজ্জল হোসাইন খান
সুরকারঃ তাফাজ্জল হোসাইন খান
ক্যাটাগরিঃ হামদ