আজকে উমর পন্থী পথির
দিকে দিকে প্রয়োজন
পিঠে বোঝা পাড়ি দেবে যারা
প্রান্তর প্রাণপণ ।
উষর রাতের অনাবাদী মাঠে
ফলাবে ফসল যারা
দিগ দিগন্তে তাদেরে খুঁজিয়া
ফিরিছে সর্বহারা।
যাদের হাতের দোররা অশনি
পড়ে জালিমের ঘাড়ে
যাদের মুখের ধমকে পৌঁছে
অত্যাচারীর হাড়ে।
আগুনের চেয়েও নিষ্কলঙ্ক
উদ্ধত লেলিহান
যাদের বুকের পাঁজরে পাঁজরে
বহে দরদের বান ।