আজ সময় এসেছে সাজাতে হবে
এই দ্বীনের বাগান
শুধু হেলায় খেলায় যেন কেটে না যায়
সম্ভাবনার এ ক্ষণ।
কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে
তবু মূলগুলো মরেনি তো অপঘাতে
মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে
গড়ে তুলি শহীদি সোপান।
সত্যের সংগ্রামে আমরাই চিরদিন
মুক্তির আলো হয়ে জ্বলবো
আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে
সাম্য ন্যায়ের কথা বলবো।
শত জুলুম দহনে পোড়া এ আগুনে
মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে
ছুটি জীবনের বিনিময়ে করতে খরিদ শুধু
রাশেদার দীপ্ত ঈমান।
পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ
সম্প্রীতির এক উপমা
গড়বো নতুন করে জঞ্জাল দূর করে
ব্যর্থ বিফল হতে দেবো না।
শত ষড়যন্ত্রের বাধা পায়ে দলে
এই বুকের জমিনে রণ সুর ভুলে
এসো দেশপ্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে
গড়ে তুলি সংগঠন।