আন্দোলন সেতো জীবনের অন্য নাম
জীবন মানেই সংগ্রাম ।
যদি মন স্বপ্ন দেখা ভুলে যেত
যদি বেদনার বুকে সুখ মুখ লুকাতো
কিছু হতো না তবে কিছু হতো না
জীবনের সন্ধান কেউ পেতো না ।
জীবনের গতি মানে
তারকাঁটার বেড়া ভেঙে ফেলা
জীবনের গতি মানে
প্রতিটি ফারাক্কা প্রচণ্ড ধাক্কায়
শত্রুর বুকে করা বুমেরাং।
যদি স্রোত কথা বলা ছেড়ে দিত
যদি বাতাসের বুকে ঝড় কেউ না পেতো
নদী হতো না তবে নদী হতো না
সাগরের সন্ধান কেউ পেতো না ।