আমাদের খালি হাত ভরে দাও রব
আমরা তো ব্যর্থ হারিয়েছি সব।
আমাদের কালোগুলো ভালো করে দাও
ভুল থেকে আমাদের পথে তুলে নাও
এই মাথা ভরে দাও ঈমানের নূর
ত্যাগের আলোয় হোক পুষ্পিত দিন
মনে মনে পূত উৎসব।
চাঁদি নয় টাকা নয় সুন্দর হোক
মুছে যাক পৃথিবীর চোখ থেকে শোক
বুক ভরে প্রেম দাও তোমার নামের
প্রতিবাদ লড়াইয়ের দাও শক্তি
প্রাণে দাও শহীদের খাব।