আমায় একজন সাদা মানুষ দাও
যার রক্ত সাদা
আমায় একজন কালো মানুষ দাও
যার রক্ত কালো
যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও
হোক অমূল্য পেতে পারো।
উত্তর মেরু হতে দক্ষিণ মেরু যত মানুষ আছে
পশ্চিম হতে ঐ পূর্ব দিগন্তে মানুষ আছে
একই রক্ত মাংসে গড়া
প্রেম প্রীতিতে হৃদয় ভরা
সেই মানুষে কেন তোমরা ভিন্ন করো
ভেদাভেদ সৃষ্টি করো ।
জন্ম হতে ঐ মৃত্যু’বধি তুমি হিসাব করো
এই পৃথিবীর ধর্ম যত তুমি বিচার করো
দেখবে সেথায় একই কথা
ঊর্ধ্বে সবার মানবতা
সেই কথাটাই বলে সবাই বড়াই করো
আবার কেন লড়াই করো ।
এই দুনিয়া হয়নি সৃষ্টি স্রষ্টা ছাড়া
একই সূর্যের আলোয় সবার দৃষ্টি ভরা
একই মেঘ আর বৃষ্টিতে
আল্লাহ তায়ালার সৃষ্টিতে
সকল মানুষ বেঁচে আছি যদি ধরো
তবে কেন গরব কর ।