আমার গানের ভাষা জীবনের সাথে যেন
মিলে মিশে হয় একাকার
নিষ্ক্রিয় হয়ে গেছি বলতে না পারে কেউ
ব্যথাভরা কথাগুলো তার ।
জীবন প্রভাত বেলা যে শপথ করেছিনু আমি
সে শপথ মনে রেখে পথ চলি যেন দিবাযামী
স্মৃতির ব্যথা বয়ে ভ্রান্তির পিছুডাক
অকাতরে করি পরিহার।
আঁকা বাঁকা পথ আর
আঁকা বাঁকা চোখ সেতো
আগেও ছিল জানি আজও আছে
তবু শহীদের লাল খুন
মাখা আহ্বান
আগেও ছিল জানি আজও আছে।
যে পথে চলার নেশা ধরেছিল একদা আমাকে
সে পথের মঞ্জিল আমরণ যেন মোরে ডাকে
নতুন দিনের সেই স্বপ্নমগন মন
সক্রিয় থাকে অনিবার।