আমার মায়ের কথা পড়লে মনে
আঁধারের মেঘে ঢেকে যায় হৃদয়
শ্রাবণের বারি যেন দু’চোখ ভরে
বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় ।
মায়ের আঁচল নীড়ে তোমরা যারা
আছো মার স্নেহের ছায়ায়
বুঝবে কি করে বল মা ছাড়া
এ জীবন কত অসহায়
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা ।
হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত
মাকে তুমি ক্ষমা কর, দাও উপহার চির জান্নাত ।
স্বার্থবিহীন এত ভালোবাসা
দেবে কে মায়ের মতন
স্বার্থের আঘাতে সবকিছু ভাঙে তবু
মা-ই তো আপন
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা ।