আমার মায়ের কথা শুধু মনে পড়ে
মা যে আমার কেমন আছে
দূরের মাটির ঘরে ।
কেমন আছে ছোট্ট নদীটুকু
কেমন আছে মিষ্টি আমার খুকু
কত ফুল যে ঝরে পড়ে
কালবোশেখীর ঝড়ে।
পূবের মাঠে কেমন হলো ধান
ভোরের পাখি কেমন করে গান
কেমন আছে ঝরা পাতা ফুল
ওড়ে নাকি খুকির এলো চুল ।
নদীর চরে ওড়ে নাকি বালু
মাঠে মাঠে হয় কি রাঙা আলু
মা কি এখন শিরণী রাঁধে
সেসব মনে পড়ে।