আমি আমার এ দুটি আঁখি
কী করে ধরে রাখি
অঝরে কান্না বেরিয়ে আসে,
যখন মাসের পরে মাস পেরিয়ে ১৫ই আগস্ট আসে ।
মাগো তোমার ঘরে সাব্বিরও নেই,
খালিদ আইয়ুব জব্বারও নেই।
ওমা তোমার চোখের ঘুম কেড়ে নিয়ে,
বুক ফাটা এক কান্না দিয়ে ।
ঐ হায়েনারা সেই সোনার ছেলেদের
ফিরতে দিলো না তোমার কোলে ।
যখন মাসের পরে মাস পেরিয়ে
১১ই মার্চ আসে….
ওমা শীশ মোহাম্মদ নেই যে ঘরে
সাহাবুদ্দীন গেছে ওপারে,
মাগো মতিন সেলিম রশিদুলও নেই
জীবন দিয়েছে কোরআনের তরে।
আজো ডাকছে তারা শহিদি ঈদগাহে
শ্রেষ্ঠ ছেলেদের ঐ সে পথে ।
যখন মাসের পরে মাস পেরিয়ে
১১ই মে আসে…..