আমি কুরআনের মাঝে পাই সুখের আবেশ
পাই ডাক আসমানী
তার কাহিনীতে পাই কত প্রেমসুধা,
পাই শত নাজাতের বাণী
আর মন ভরে ভরে যায়,
দিন মাস কেটে যায় তার সুর শুনি
আর রাহমান আল্লামাল কুরআন
খালাক্বাল ইনসান আল্লামাহুল বায়ান
কত অনাবিল স্বপ্নরা খেলা করে
ও মধুর শব্দের পূত দ্যোতনায়
রহমানী ইশারায় চোখ মুখ খুলে যায়,
বুক ভরে প্রেমের ধারায়
আমি তার দুয়া পড়ে,
রাতের গভীরে ভাসি অথৈ লোনা দরিয়ায়
আর তার মাঝে খুঁজে পাই সুখের আবেশ,
পাই ডাক আসমানী।
চোখ ভরা বন্যার শেষে দেখি,
ইউনুস পেয়ে গেছে জীবনের তীর
দেখি ইবরাহীম হাসে,
নিভানো আগুনে বসে কত ধীর কত সুস্থীর
মূসার সামনে দেখি নদী-চেরা
পথ ছোঁয়া মুখে ঠোঁটে ঐশ্বী হাসির
দেখি আইয়ুবের পঁচা দেহে,
বসন্ত ফিরছে ফের পেয়ে ডাক আসমানী