আমি চোখ বুজে দেখি
আমারই লাশ কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাঁদিছে আপন যারা।
সবাই দাঁড়ালো জানাজা নামাযে
কিছু পরে সব ফিরে যাবে কাজে
কেমনে একাকী কাটাবো কবরে
আমি যে হলেম সাথীহারা ।
আমি তো মনের ভুলেও কখনো
করিনি নামাজ রোজা
এখন একাকী বইতে হবে
সকল পাপের বোঝা ।
মাথার উপরে সূর্য আসীন
পায়ের নিচে তামার জমিন
ঐ দোজখের আগুন জ্বলছে
আসছে ফেরেশতারা।