আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো,
হৃদয় খুলে বলি তোমায় দুঃখ আছে যতো।।
জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো-
তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো,
পাপীর তরেও তোমার রহম ঝরাও অবিরত ।।
তোমার পরশ পাইগো আমি প্রতিটি নিঃশ্বাসে,
থাকো তুমি হৃদয়জুড়ে সুদৃঢ় বিশ্বাসে।
তোমার অসীম দয়া পেতে সিজদায় হই নত।।