আমি মেঘ মুক্ত আকাশ
দেখেছি তারা ভরা
তেমনি আমার হৃদয় ভরে দাও
তোমার রহম দ্বারা ।
বৃক্ষলতা তোমার ছোঁয়ায়
পায় যে ফিরে সজীবতা
তোমার করুণায় পাখিরা গান গায়
নেই কোন বধিরতা
তোমার ভালোবাসা দাও মোর হৃদয়ে
বইছে যে দারুণ খরা।
তোমার আলো পেয়ে দূর আকাশে
মিটি মিটি চাঁদটি হাসে
তোমার হুকুমে ফুলেরা সব
গন্ধ ছড়ায় বাতাসে
তোমারি প্রেম দাও মোর হৃদয়ে
দিয়েছি আজ ধরা ।