আমি যদি আরব হতাম মদিনারই পথ
এই পথে মোর চ’লে যেতেন
নূর নবী হজরত ।
পয়জার তাঁর লাগতো এসে
আমার কঠিন বুকে
আমি ঝরণা হয়ে গ’লে যেতাম
অম্নি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহ্-ই-তূরে
দিবা নিশি করতাম তাঁর কদম জিয়ারত ।
মা ফতেমা খেলতো এসে আমার ধূলি ল’য়ে
আমি পড়তাম তাঁর পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে ।
হাসান হোসেন হেসে হেসে
নাচতো আমার বক্ষে এসে
চক্ষে আমার বইতো নদী
পেয়ে সে নেয়ামত।