আয় না সবাই এক হয়ে যাই
বৈশাখের এই দিনে
হৃদয় দিয়ে সকল হৃদয়
একে একে করিগো জয়
মন দিয়ে মন
নেইগো সবাই কিনে
বৈশাখের এই দিনে।
দ্বন্দ্ব দ্বিধায় নেই জীবনের মুক্তি
হিংসা ঘৃণা নয়তো কোন যুক্তি
ভালোবাসার আয়না দিয়ে
সবাইকে নেই কিনে ।
বিভাজনের পন্থা ছেড়ে এসো সখ্য করি
এই জাতি এই দেশের তরে অটুট ঐক্য গড়ি।
শপথ করি স্বাধীনতার জন্য
কেউ হবো না অন্ধকারে গণ্য
বরং সবাই রিক্ত হবো
সত্য ন্যায়ের ঋণে।