আয় বৈশাখ আয় রে আয়
নতুনের দিন আয়
ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে
ভিজে ঝড়ো হাওয়ায় ।
আকাশে বাতাসে আনন্দধারা বয়
ভুবনে ভুবনে সুরভিত সুর সঞ্চয়
প্রতিটি প্রহর প্রতি অন্তর
অনুরাগে ভরে যায়।
আয় আয় আয় রে রঙিন দিন
সাজায় নয়ন বাজায় মনের বীণ।
পরাণ পেল গো পুলকিত পরিণাম
সকলেই দেখার সম্মতি অবিরাম
গানে কি সুরে কাছে কি দূরে
পথে যেতে অজানায় ।