আর কোন পলাশী নয়,
সবুজ বাংলা পেয়েছি আমরা
তাবেদারী আর নয় ।
কঠিন গোপনে ঘনিয়ে এলো যে
আম্র কাননে অন্ধকার,
হারিয়ে গেল যে সিরাজ তোমার
বাংলা উড়িষ্যা বিহার
নীরব সাক্ষী ভাগিরথী নদী
আজো কেঁদে কেঁদে বয়।
স্বদেশ তোমাকে চিনে নিতে হবে
ঘসেটি বেগম মীর জাফর,
মাথার উপরে উড়ছে শকুন
লর্ড ক্লাইভের সহচর
আমরা দামাল হয়েছি সামাল
আর নয় পরাজয় ।