আল কুরআনের পথ
এই পথই আসল পথ
অন্য পথে অন্য মতে
নেই যে রহমত ॥
আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত
সে চির বিপ্লবী নয় কখনো ভীত
তার বুকেতেই শুধু খোদার অথই মোহাব্বত ॥
আল কুরআনের প্রেমে যে বারেক পড়ে যায়
দীন কায়েমের তরে সে শহীদ হতে চায়
সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ ॥