আহা বহুদিন পর
তৃষিত হৃদয়ে কাউসারধারা
ঝরে ঝরঝর।
ফালগুণী ঘ্রাণে যেন
প্রাণ পেলো প্রাণ
এলো রমজান…
এলো রমজান॥
যদি সালাতে দাঁড়াই
যদি আরশের পানে দু’হাত বাড়াই;
আজ মনে বড় ভরসা জাগে
যেন ফেরদাউসের প্রতিটি দুয়ার
আমাকে ডাকে।
যেন সহস্র্র কাল ডাকে রাইয়্যান
এলো রমজান…
এলো রমজান ॥
যদি নয়নে আমার
নামে অনুতাপে ভেজা শ্রাবণ আষাঢ়;
জানি ধুয়ে যাবে পাপের কালো
যেন কুরআন থেকে ঝরছে হঠাৎ
দ্বিগুণ আলো।
আমি সে আলোয় হবো চির অম্লান
এলো রমজান…
এলো রমজান