ইয়া এলাহি তোমার তরে দেবো নাজরানা
এ কোরবানি কবুল করো আর কিছু চাইনা
ইন্না সালাতি ওয়ানুসুকী ওয়া মাহইয়াইয়া
ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আ’লামীন
আমার ঘরে যা কিছু সব
তোমার দয়ায় মহানুভব
খুশি যারে দাও ঢেলে দাও
আবার কারো সব কেড়ে নাও
ওগো মালিক রিঝিকদাতা আর কেহ দেয়না।
বিসমিল্লাহ ঐ নামে তোমার
এই শুভক্ষণ যবেহ করার
পশুর আকার রঙ দেখে নয়
গোশত খুনের ঢল দেখে নয়
তুমি আকবার নিয়ত দেখো আর কিছু চাওনা।
সুখ আনন্দ ঘরে সবার
ত্যাগ মহিমা ভালবাসার
আজকে সবাই একই উম্মিদ
সব মানুষের জন্য হয় ঈদ
শান্তির নীড় করো পৃথিবী করি কামনা।