গানের স্বরলিপি

ইয়া এলাহি তোমার তরে দেবো নাজরানা
গীতিকার: হিফজুর রাহমান তাসনীম
সুরকার: দিদারুল ইসলাম

ইয়া এলাহি তোমার তরে দেবো নাজরানা
এ কোরবানি কবুল করো আর কিছু চাইনা

ইন্না সালাতি ওয়ানুসুকী ওয়া মাহইয়াইয়া
ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আ’লামীন

আমার ঘরে যা কিছু সব
তোমার দয়ায় মহানুভব
খুশি যারে দাও ঢেলে দাও
আবার কারো সব কেড়ে নাও
ওগো মালিক রিঝিকদাতা আর কেহ দেয়না।

বিসমিল্লাহ ঐ নামে তোমার
এই শুভক্ষণ যবেহ করার
পশুর আকার রঙ দেখে নয়
গোশত খুনের ঢল দেখে নয়
তুমি আকবার নিয়ত দেখো আর কিছু চাওনা।

সুখ আনন্দ ঘরে সবার
ত্যাগ মহিমা ভালবাসার
আজকে সবাই একই উম্মিদ
সব মানুষের জন্য হয় ঈদ
শান্তির নীড় করো পৃথিবী করি কামনা।

0 Likes |

169 views |

0 Likes |

169 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

আজ সময় এসেছে সাজাতে হবে
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত
রোজ হাশরে আল্লাহ আমার
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
চল রে কাবার জিয়ারতে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
ইসলামের ঐ সওদা লইয়ে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
পুবাল হাওয়া পশ্চিমে যাও
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
বিশ্ব-দুলালী নবী নন্দিনী
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
আহা বহুদিন পর
গীতিকারঃ বিলাল হোসাইন নূরী
সুরকারঃ মশিউর রহমান
গভীর রজনী জেগে
গীতিকারঃ ওবায়দুল্লাহ তারেক
সুরকারঃ ওবায়দুল্লাহ তারেক
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত
নীল ডানার এক প্রজাপতি
গীতিকারঃ রহমান তৌহিদ
সুরকারঃ আল মিযান
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত