এই অবারিত জোছনার বান
এই পুলকিত কুয়াশার গান,
দিগন্তের বর্ণালি নীল
ডগোমগো শালুকের ঝিল-
স্বপ্নের গাঙেতে চির বহমান।।
::::
আহা এই যে আমি আমার এই প্রাণ
অহোরাত লুফে নেয় কেতকীর ঘ্রাণ।
সাগরের ঢেউ দেখে অপলক রই
গোধূলী দেখি আর বিস্মিত হই।
ঝরনার পাদদেশে পেতে রই কান।।
:::::
শ্যামলী প্রাঙ্গনে জোনাকির দল
তোমারই ধ্যান জ্ঞানে পার করে পল,
দুপুরে মল বাজে শুকনো পাতায়
রোদটাকে রোধ করে ছাতিম ছাতায়।
দেখে শুনে এই মন করে আনচান।।