গানের স্বরলিপি

এই গান সেই গান
গীতিকার: চৌধুরী গোলাম মাওলা
সুরকার: চৌধুরী গোলাম মাওলা

এই গান সেই গান কত গান গাই
শান্তি না পাই
তোমার নামের গান ধরি যখন
এই মনে নুপুরের ধ্বনি গুঞ্জন
ভুলে যাই সব ব্যথা সব বেদন
ওগো রহমান ॥

চলতে চলতে এই চেনা সীমানায়
পরাণ পাখিটি কেঁদে ফেরে হতাশায়
তোমার নামের শিখা মনের কোণে
অমনি যায় ঘুচে ছন্দ পতন ৷

এ জীবন সে তো এক বহতা নদী
উজান ভাটায় তার বিবিধ গতি
চলার দু’ধারে কত অজানা ক্ষতি
আমাকে ভুলাতে চায় নিরবধি ॥

তোমার নামের মধু সুর সুষমায়
মনের কালিমা যত নিমিষে ঘুচায়
এই সুর সেই সুর মিলাক সুদূর
তোমার নামের সুরে থাকি মগন ॥

0 Likes |

95 views |

0 Likes |

95 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

প্রভু শুকরিয়া জানাই
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ হামদ
গানের কথায় ওগো তুমি রবে
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
মাওলা তোমার নামের ধ্বনি
গীতিকারঃ এইচ রহমান
সুরকারঃ দিদারুল ইসলাম
ক্যাটাগরিঃ হামদ
তুমি কত সুন্দর কী করে বোঝাই
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ হামদ
আয় মেরে মালিক
গীতিকারঃ আবদুল ওয়াদুদ
সুরকারঃ আবদুল ওয়াদুদ
ক্যাটাগরিঃ কাওয়ালী, হামদ
তুমি আসমানে থাকো প্রভু
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
আল্লাহ তোমার দয়া কত
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ হামদ
সাগরের ঢেউয়ের দোলাতে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ জুলকারনাইন বাহলুল
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত, হামদ
তোমার মহান নামে খুঁজি
গীতিকারঃ তাফাজ্জল হোসাইন খান
সুরকারঃ তাফাজ্জল হোসাইন খান
ক্যাটাগরিঃ হামদ