এই ফরিয়াদ তোমার কাছে করি ওগো প্রভু
বাবা মাকে কষ্টে তুমি
রেখো না গো কভু ।।
—–
দুঃখ ব্যাথার যন্ত্রণাতেও বাবার মুখে হাসি
ক্লান্ত বাবার আকাশ বুকে আদর রাশি
বাবার প্রতি নারাজ তুমি
থেকো না গো কভু
—–
প্রিয় খাবার হাতে তুলে আমার মুখে দনে
চোখেতে মা লালন করনে আমার চোখের ধ্যান
বায়নাগুলো পুরন করনে
কষ্ট হলেও তবু