এই রোজাতে তওবা করে নাও
এখন থেকে আর কখনো
করবো না তো পাপ
এই কদরে চাও গো কেঁদে চাও
আল্লাহ্ তুমি আমার গুনাহ
দাও করে দাও মাফ ।।
—
আর কখনো মিথ্যা কথা বলবো না
লোভ লালসায় মন্দ পথে চলবো না
এই শপথে এখন থেকে চলবো ধাপে ধাপ ।।
—
আর কখনো নামাজ রোজা ছাড়বো না
কুরআন হাদিস ভুলে গিয়ে হারবো না
সবার সাথে মিষ্টি কথায় রাখবো যে সদ্ভাব ।।