গানের স্বরলিপি

একে একে খুড়ে দেখ বুকের জমিন
গীতিকার: আবু তাহের বেলাল
সুরকার: জাহিদুল ইসলাম

একে একে খুড়ে দেখ বুকের জমিন
কতোটুকু ভালোবাসা প্রেম অমলিন
রেখেছি তোমায় প্রিয় দিতে উপহার-
হয়তো দেখোনি ভুলে তুমি কোনদিন!!
:::
না পাওয়ার কোন্ বেদনায় কোন্ অভিমানে
নির্দয় দোলে যাও অমিয় সুরের বাগান,
ঘুটঘুটে অাঁধারে স্বপ্নের অভিযানে
তুমিহীন বলো কে দেবে ভোরের আজান!
কাঁধে করে নেবে কে আর ছফেদ কফিন!!
::::
তোমারও বড় প্রয়োজন এই অাঙিনায়
মালিহীন পড়ে আছে গোলাপ কামিনী,
কার রঙে এই মন তুমি আমি রাঙি হায়
আলোর বিষটি ছাড়া কাটে কী যামিনী।…
::::
তুমিও এসো প্রিয় হাতে রেখে হাত
পার করি দুজনে ব্যথাতুর ধূসর কাল,
দূর করি শতাব্দীর অয়োময় কালো রাত
হৃদয়ে পারদ ঢেলে মেলে ধরি পাল।
জীবন তাতে আজ যতো হয় হোক না সঙিন।।

0 Likes |

95 views |

0 Likes |

95 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

আজ সময় এসেছে সাজাতে হবে
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত
রোজ হাশরে আল্লাহ আমার
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
চল রে কাবার জিয়ারতে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
ইসলামের ঐ সওদা লইয়ে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
পুবাল হাওয়া পশ্চিমে যাও
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
বিশ্ব-দুলালী নবী নন্দিনী
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
আহা বহুদিন পর
গীতিকারঃ বিলাল হোসাইন নূরী
সুরকারঃ মশিউর রহমান
গভীর রজনী জেগে
গীতিকারঃ ওবায়দুল্লাহ তারেক
সুরকারঃ ওবায়দুল্লাহ তারেক
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত
নীল ডানার এক প্রজাপতি
গীতিকারঃ রহমান তৌহিদ
সুরকারঃ আল মিযান
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত