গানের স্বরলিপি

এসোনা আল্লাহর নামে গান গাই
গীতিকার: মতিউর রহমান মল্লিক
সুরকার: মতিউর রহমান মল্লিক

এসোনা আল্লাহর নামে গান গাই
এসোনা মন ও প্রান জুড়াই
আল্লাহু আকবর বল আল্লাহু আকবর।।

ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে
ও মধুর নামে সুখ নেমে আসে
ও নামের তুলনা হবে না হবে না
তুলনা নাই নাই নাই।।

যে নামে ইব্রাহিমের আগুন হল পানি
ডাকার মতো ডাকলে আজো
সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি।।

ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা
গলেতে পরো ও নামের মালা
ও নামের তুলনা মেলেনা মেলেনা
তুলনা নাই নাই নাই।।

0 Likes |

169 views |

0 Likes |

169 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

প্রভু শুকরিয়া জানাই
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ হামদ
গানের কথায় ওগো তুমি রবে
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
মাওলা তোমার নামের ধ্বনি
গীতিকারঃ এইচ রহমান
সুরকারঃ দিদারুল ইসলাম
ক্যাটাগরিঃ হামদ
দাও খোদা দাও হেথায় পূর্ণ
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
কেউ ছুঁতে চায় তারার আলো
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
আমাদের নিয়তে দাও
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
আমাকে দাও সে ঈমান
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
এখনো মানুষ মরে পথের পরে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
মুসলিম আমি সংগ্রামী আমি
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক