এ গান হোক আল্লাহর শুকরিয়া
গান হোক রাসুলের না’তিয়া ।
এ গান হোক দুঃখীর মোনাজাত
এ গান হোক মজলুমেরই হাত
এ গান হোক শিকল ভাঙ্গার ধ্বনি
এ গান হোক মিথ্যুকের অশনি
এ গান হোক সত্যেরই আওয়াজ
এ গান হোক জেহাদী কুচকাওয়াজ
ওহো…ও…ও…
এ গান হোক আজাদীর দুনিয়া
এ গান হোক আখেরাতের হাদিয়া
এ গান হোক পূর্ণিমার জোছনা
এ গান হোক রাতের অশ্রু পান্না
এ গান হোক হাজার ফুলের ঘ্রাণ
এ গান হোক “আল হামদু” অফুরান।
এ গান হোক মুক্তি সেনার গান
এ গান হোক জালিমেরে শেষ ফরমান
এ গান হোক শহীদের-ই রক্ত
এ গান হোক হামজার লহু তপ্ত
এ গান হোক তাগুতের নিপাত
এ গান হোক খোদার হুকুমাত
আ-হা.. আহা.. ও.. ওহো..
এ গান হোক ইনসাফের দুনিয়া
এ গান হোক সাদকায়ে জারিয়া ।