ওরা আমায় বুঝলো না মা
জীবনের দাম দিতে জানলো না মা
তোমার কোলে জড়িয়ে গিয়ে
শেষ কথাটি বলতে দিল না।
তুমি তো বলেছিলে মা,
বাতিলের কাছে মাথা নোয়াবে না
শুধু এইটুকু অপরাধে, তোমার খোকার বুকে
রক্ত ঝরালো মা, ওরা আমায় বুঝলো না মা।
তুমি না বলেছিলে মা,
কোরআনের পথ ছেড়ে যাসনে খোকা ।
শুধু এইটুকু অপরাধে, তোমার খুশির চোখে
অশ্রু ঝরালো মা, ওরা আমায় বুঝলো না মা ।
আসলামও নেই মা আসগরও নেই
শফিক আর ইয়াহিয়া, সাব্বিরও নেই মা
মালেকও নেই মা, জব্বারও নেই
কাসেম আর রশিদ ইকবালও নেই মা
প্রাণের মায়া ভুলে, তাঁরাও তো মাকে ফেলে
খোদার প্রিয় হতে চলে গেছে মা
আলবিদা মা আলবিদা।