(নোয়াখালী)
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি
বেশি অইলে ক বছর আর এই জিন্দেগানি
ইস্টিসনে গাড়ি আইবো এক মিলট নি দেরি অইবো
আইজগা তরি কারোরে কেউ দরি রাইকতো হাইচ্ছে নি ।
মানুষেরে আল্লাহ তায়ালায় এমন মাতা দিছে
মাতা খাড়াই টেলিভিসন রেডিও বানাইছে
ঢাহার খবর হুনা যায় ছবিও তো দেওয়া যায়
কবর বাড়িত কি অইতাছে কইতো কি কেউ হাইরব নি।
টেলিভিসন ভিসিআর আইলো দুনিয়ায়
বিনা তারে কতা কইতো নবী আর খোদায়
সিনায় সিনায় কতা কইছে খোদার অহী নাযিল অইছে
বেতবুনিয়া উপগ্রহে রিলে করণ লাইগযে নি।
মাতা খাড়াই রকেট বানাই চান্দে যাইতো চায়
আঙ্গো নবী রকেট ছাড়া মিরাজ শরীফ যায়
বোরাক দৌড়াই চলি গেছে বেহেশত আর দোজগ চাইছে
হেদিন কি আর রকেট মকেট উড়াজাহাজ আছিল নি।
আদমেরও ভাই ভাতিজা ঈমান আমান রাইখো তাজা
যত কিছু কর বাচা আল্লাহ তো হাঁচা।
জিন্দেগানি শেষ অই যাইবো জজের কোটে বিচার অইবো
টাল্টি বাল্টি ধাপ্পাবাজি হেই দিন কি আর চইলব নি ।