কত ভাষা আছে সারা দুনিয়ায়
কত পরিভাষা তাতে
বাংলা ভাষার হয় কি তুলনা
সেসব ভাষার সাথে।
বাংলাদেশের প্রকৃতি যেমন
অতুল নয়নাভিরাম
হাজার বছর ধরে অপলক
যে-দেখা চায় না বিরাম
বাংলা ভাষাও তেমনি অথৈ
পীযূষ রয়েছে তাতে ।
কত দেশে আছে কত সৈনিক
মুক্তি সেনা যে কতো
কোন দেশে আছে ভাষা সৈনিক
বাংলা ভাষার মতো।
ভাষা শহীদের এদেশ আমার
শহীদে শহীদে ভরাই
এতটুকু বুকে স্বদেশ আমার
কেমন করে যে ধরাই
বাংলা ভাষা ও এই দেশ তাই
জেগে থাক চেতনাতে।