কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না
রাত পোহবার কত দেরি
জেগে ওঠো নতুন করে
একুশ শতকের পাঞ্জেরী।
এইখানে ডেকে গেল
কত সাধক মহাবীর
শরীয়তউল্লাহ শাহ মাখদুম তিতুমীর
তবু ভাঙলো না ঘুম বিশ্ববাসীর
থামলো না শোষিতের রোনাজারি।
এইভাবে মার খাবে
আর কত অসহায়
মজলুমান আজ কাণ্ডারি খুঁজে ফেরে হায়
তবু এলো না সুদিন আলোয় রাঙা
থামলো না মানুষের আহাজারি।