কাগুর বয়স অইসে হত্তইর
ত বিড়ি ন চাড়ে
হাঁচা মিচা বেয়াই গোয়াই
কতাগাইন বাড়ে
কাগুর হোলা বিদেশেত্তুন
ট্যাঁয়া হাড়াইলে
হ্যাড়ে ন দি ট্যাঁয়া বিগগুন
সুদে গো চালে (কাগু)
দাঁই টুপি রাই কাগু
আকামে আঁড়ে।
এক ঠ্যাঁং গেছে কবরে ত
জমির আইল ঠ্যালে
কইজ্জা হাসাদ বাজায় খালি
কানকতা চালে (কাগু)
শতাইন্না বুজ ব্যাগগাইন আচে
মাতাত আর হ্যাড়ে।
অন কাগু হই রইচে
দুইন্নাদারি লই
আল্লা রাসুল নামাজ কালাম
ব্যাগগাইন হালাই থুই
মইল্লে কাগু ভাইবজনিগো
হইতবা কন খাড়ে।