কামিনী ফুটেছে বনে
তোমাকে পড়েছে মনে
নির্বাক নির্জনে ।
যামিনী কাটে না হায়
তোমাকেই পড়ে মনে
একি এ মধুর ঘ্রাণ
সুশীতল হলো প্রাণ
কেন তুমি এতো ভালোবাসো।
নীরব রাত্রি বৃষ্টিতে ভিজে যায়
দেখি না কিছু দৃষ্টিতে কেন হায়
একটানা সুর কোন গান গেয়ে
বাদলের ধারা সনে।
ভিজেছে পাপড়ি পাতা
ভিজেছে হৃদয় খাতা
কোন দূরে কে যে কাঁদে
বেদনার জাল বোনে
মন কেন শুধু কেঁদে মরে
একাকী ঘরের কোণে ।