গানের স্বরলিপি

কিরে ওডা কি গইরলি

কিরে ওডা কি গইরলি
মারে বাদ দি অরিরে সালাম হন্ডে শিখিলি।

মার টেঙ্গত তলে ওডা ফোয়ার বেহেশত
মারে ফালাই অরিরে লই অই গেলি ব্যস্ত,
মার মনত হষ্ট দি তুই মানুষ আঁসালি।

মাতাত নলই তোরে ওডা উইনে হাই বলি
মেড়িত নলাহে তোরে পেয়ারা হাই বলি,
এই মারে কেঁনে তুই সালাম নগরলি।

মারে ডাহস বুরি বুরি অরিরে মা
বাপরে হস বুড়া মিয়া অউরোরে আব্বা,
হনে দেহাইল এই দুনিয়া খেয়াল নগরলি।

তারার যদি নিয়াস ফরে উফাদারি নাই
তোর ফুয়া চাই তোরে একদিন যাইবো যে ফালাই,
সময় থাকতে দুয়া লগই উল্টা নচলিস।

0 Likes |

82 views |

0 Likes |

82 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

কাগুর বয়স অইসে হত্তইর
গীতিকারঃ স্বাধীন মুরশিদ
সুরকারঃ সুমন ইকবাল
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
মিবাই ও মিবাই আমারে নাঙা ভাবি
গীতিকারঃ সাইফুল আরেফীন
সুরকারঃ সাইফুল আরেফীন
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
নাতি খাতি বেলা গেলো
গীতিকারঃ মো: হাফিজুর রহমান
সুরকারঃ মো: হাফিজুর রহমান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হাল জুরব্যার সময় হছেরে
গীতিকারঃ মাহফুজুর রহমান আখন্দ
সুরকারঃ মাহফুজুর রহমান আখন্দ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
কচু হাতার হানিরে ভাই
গীতিকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
সুরকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
আমার গাউত যাইতায়নি ছুঙ্গা
গীতিকারঃ এস এম কামারুজ্জামান
সুরকারঃ এস এম কামারুজ্জামান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
বাপ গ্যালছে লা লিয়া পদ্মা লদীতে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হারা বচ্ছর ল্যাকলা পরলা গেদু
গীতিকারঃ মালিক আবদুল লতিফ
সুরকারঃ মালিক আবদুল লতিফ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
অভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান
গীতিকারঃ মনির ঘোষ দস্তিদার
সুরকারঃ মনির ঘোষ দস্তিদার
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান