কী সুখে ঘুমাও তুমি কেটে যায় দিন
খাতায় রয়েছে জমে কত শত ঋণ।
বঞ্চিত মানুষের শোকার্ত মুখ
তাতেও জাগেনি মনে তোমার কি দুঃখ
হৃদয়ে জাগেনি মোটে বেদনার চিন ।
মজলুম মানুষের কান্না শোনোনি কানে
অনাথ পীড়িত ভাসে হাহাকার অশ্রুবানে।
তুমি কি পাষাণ, কান হয়েছে বধির
কিংবা বিবেকহীন তাই স্থির
দেখো না জালিম নাচে, জমিনে কফিন।
তোমার ঈমান কি হয়েছে শীতল
কিংবা চেতনা প্রাণ হয়েছে বিকল
বাতিলের হাতে ছেড়ে দিয়েছো জমিন।