কে আছ এমন দাও মুছে দাও
জীবনের সব কালিমা
কে আছ এমন দাও এনে দাও
সাহসের সুখ লালিমা ।
জীবনের মুখোমুখি দাঁড়াই যখন
কী যে অসহায় দেখি জীবন তখন
কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা।
মিলবে না জীবনের সকল চাওয়া
সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া ।
সুখ থেকে বেশী আরো সুখের আপন
তাঁর ধ্যানে হয় যদি রাত্রি যাপন
মুছে যবে জীবনের সব কালিমা ।
 
								 
															 
															