কোন একদিন এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে।
সেদিন আর রবে না হাহাকার
অন্যায় জুলুম অবিচার
থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার
সকলেই শান্তিতে থাকবে।
একাকিনী রমনী নির্জন পথে যাবে
কোন জন কটু কথা কবে না,
কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে
খুন আর রাহাজানি রবে না
সেই দিন আর নয় বেশি দূরে
আর কিছু পথ গেলে মিলবে।
অশান্তির কোপানলে মরিস না ধুঁকে ধুঁকে
আয় তোরা দিকে দিকে ছুটে আয়
যত দিন দূরে যাবে তত দিন পিছে রবে
শান্তি আসিতে এই দুনিয়ায়
খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর
মানুষের শান্তি না মিলবে।