কোরআনের বাণী যে খোদা
আমাকে করেছে ব্যকুল
তাইতো এ মন উথলে উঠে
প্রাণ আমার হয় যে আকুল ।
সকাল বিকাল সন্ধ্যা সাঁঝে
আনন্দ মোর হৃদয় মাঝে
কি সুধা দিলে হে খোদা
চিনতে কি কেউ করে ভুল।
সকল যুগের মানুষ জানে
কি মহিমা আল কোরআনে
এমন মধু পেয়ে হে খোদা
চিনতে কি কেউ করে ভুল ।