কোরআনের মাস এলো কদরের মাস
ক্ষমার সময় এলো দয়ার সময়
আবার ঝালিয়ে নাও তুমি বিশ্বাস,
আবার পাবে কি তারে নিশ্চিত নয় ।
রোজা করো পাপ ভুলে যাও
কোরআনের নির্দেশ বুকে তুলে নাও
ঈমানের পথে চলো আর
তাজা রাখো আল্লাহর ভয় ।
সেই মহাজন দিলো জীবন তোমার
তাঁর কত করুণা ছড়ানো আহা
তুমি কি বোঝো না সেই প্রেমের ভাষা
চোখ বুঝি দেখে না তাহা ।
সিজদায় নত হয়ে থাকো
পলে পলে আল্লাহকে ডাকতে থাকো
তোমার বিনয় ত্যাগ সাধনা দিয়ে
করে নাও জান্নাত ক্রয় ।