ক্ষমার মহা লগন বয়ে যায়
কে দিবি ডুব ক্ষমার দরিয়ায়
ক্ষমার জন্য হাত তুলি আয় আল্লাহরই দরগায়।
পাপ করেছি ভুরিভুরি
নাই সীমা নাই, নাইরে জুড়ি
মাফ করে দাও আল্লাহ তুমি তোমার মহিমায়।
মাফ করে দাও গুনাখাতা
তুমি ছাড়া নাইরে দাতা
মাফ করে দাও মহা মাস রোজার উছিলায়।
ওগো আমার রব
দেখছো তুমি সব
হাত তুলেছি তোমার কাছে দয়ারই আশায়।
ক্ষমার মহা লগন বয়ে যায়
ডুব দে সবে ক্ষমার দরিয়ায়
ক্ষমার জন্য হাত তোল সবে আল্লাহরই দরগায়।