খুব খুব পড়ো
হতে হবে বড়
লেখাপড়া শেখে যারা
তারা বড় হয়
জ্ঞান ছাড়া পৃথিবীতে
কেউ বড় নয়
—
পাক কোরআনের প্রথম কথা পড়ো
সেই কথাটি শক্ত করে ধরো
বিশ্ব তোমার হাতের মুঠোয়
মানবে পরাভয়
—-
অসীম আকাশ গহীনে
সাগর জানার কত কিছু
গভীর মনে খাটতে হবে
পড়ো অনেক কিছু
—–
ফুলের মত তোমার হবে ঘ্রাণ
দেখলে সবার জুড়িয়ে যাবে প্রাণ
তোমার হাতে আসবে অনেক
দুঃখের নিরাময়।