খোটা দিয়ে কথা বলা ঠিক নয়
খোটা দিয়ে কথা বলা
মানুষের স্বভাবের ভালো কোন দিক নয় ।
নিজের ভ‚লের খোঁজ রাখে না যে সাধারণ
অপরের ভ‚ল ধরে বেড়ায় সে অকারণ
খোঁটা দেয়া লোকজন কারো সংশোধনের
তরে আন্তরিক নয় ।
উত্তম মানুষেরা খোটা দিয়ে বলে না তো কখনো
যত হোক রাগ তবু সামলিয়ে নেয় মুখ খুব তখনো
খুতখুতে স্বভাবের কাজ হলো খুত ধরা
খিটখিটে মেজাজের ভাব খেইমি করা
যাই বলো তাই বলো মানুষিক দিক থেকে
এরা স্বাভাবিক নয় ।